মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভেঙ্গে দিয়েছে নৌকার প্রার্থীর সমর্থকরা। « বাংলাখবর প্রতিদিন

মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভেঙ্গে দিয়েছে নৌকার প্রার্থীর সমর্থকরা।

মোঃ শামীম হোসাইন, জৈষ্ঠ্য প্রতিনিধি।
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ১০:০৯
মোঃ শামীম হোসাইন, জৈষ্ঠ্য প্রতিনিধি।
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ১০:০৯
Link Copied!

মোঃ শামীম হোসাইন, জৈষ্ঠ্য প্রতিনিধিঃ মধুপুর উপজেলায় আসন্ন ৪ নং কুড়াগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচন ১৫ ই জুন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের প্রথম থেকেই নৌকার প্রার্থী ও তার লোকজন অন্য প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় বাঁধা ও হুমকি দিয়ে আসছিলো।

তবে,আজ রবিবার আনুমানিক বিকাল পাঁচ ঘটিকায় কুড়াগাছা ইউনিয়নের তেঁতুলতোলা গ্রামে স্বতন্ত্র প্রার্থী মোঃ আজহারুল ইসলাম রাজু সাহেবের নির্বাচনি প্রচারণার জন্য একটি অটো দিয়ে মাইকিং করছিল।

বিজ্ঞাপন

কিন্তু হটাৎ করে তাদের অটোর সামনে কিছু আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয় এবং তাদের অটো ও মাইক ভাংচুর করে। শুধু অটো ভাংচুর করেই ক্ষান্ত হয় নাই। তারা তাদের অটো চালককে মারধোর করে এবং তার কাছ থেকে স্মার্ট ফোন, মাইকের সেট ও নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় ছাত্রলীগ ক্যাডার বাহিনী। স্বতন্ত্র প্রার্থী মোঃ আজহারুল ইসলাম রাজু সাহেবের নির্বাচনি প্রতীক হচ্ছে আনারস।

এমন অমানবিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী। এমন ঘটনার জন্য মধুপুর থানার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন ও মধুপুর উপজেলার নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মাদ আলী কে অবগত করা হয়। তারা স্বতন্ত্র প্রার্থীকে আশ্বস্ত করে বলেন যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম