
মহান স্বাধীনতা দিবসে “প্রজন্ম ২৬ মার্চ” এর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান!



১৯৭১ সালের ২৬ শে মার্চের স্বাধীনতার ডাকের মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সেই চেতনাকে বুকে ধারণ করে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন “প্রজন্ম ২৬ মার্চ”।
স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনটি আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
আজ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ পরান রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আকাশ, সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাড. সোহেল আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম, যুদ্ধকালীন কমান্ডার, সহ কমান্ড- ঢাকা মহানগর ইউনিট, সভাপতি, ঢাকা ক্যান্টনমেন্ট থানা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন সাবেক ডি, আই, জি (অবঃ) বাংলাদেশ পুলিশ) ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মহান স্বাধীনতা দিবস সম্পর্কে বিশদ আলোচনা করেন। সেই সাথে প্রকৃত মুক্তযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ, নির্ভরযোগ্য তথ্য, প্রমান ছাড়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাছাড়া এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান প্রদানের উপর তারা জোর দাবি জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভার পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরবর্তীতে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
