মহারাষ্ট্রের ১০ মন্ত্রী করোনা আক্রান্ত

Link Copied!

ভারতের মহারাষ্ট্রের ১০ জনের বেশি মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন বিধানসভার ২০ সদস্য।
ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। রাজ্যের করোনা পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় অর্থাৎ সংক্রমণ আরও বাড়লে কঠোর বিধিনিষেধ জারি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। খবর এনডিটিভির।
প্রতিবেদন মতে, মাত্র একদিন আগেই মহারাষ্ট্রে নতুন করে ৮ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রমণ ঘটেছে।
এর মধ্যেই সবাইকে সতর্ক করলেন অজিত পাওয়ার। তিনি বলেন, আমরা সম্প্রতি বিধানসভার অধিবেশন সংক্ষিপ্ত করেছি।
