
মুগদায় মিডলাইন বাসে আগুন

Link Copied!


ঢাকা মুগদা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ১লা নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এর সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর জয়নাল আবেদীন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে বাসটির পুরো অংশো আগুনে পুড়ে গিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাস চালক জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রী ছিল। বাসটি এসে হঠাৎ সড়কের উপর ব্রেক করে। বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর শুরু করে, পরে বাসের ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এর আগে সকালে সাভারের হেমায়েতপুরে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পার্কিং করা ছিল, আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
