যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্তের ১৫ শতাংশ পুনঃসংক্রমণ: শীর্ষ বিজ্ঞানী « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্তের ১৫ শতাংশ পুনঃসংক্রমণ: শীর্ষ বিজ্ঞানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:১৬
Link Copied!

যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ম্যাথমেটিক্যাল এপিডেমিওলজিস্ট ও শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক নিল ফার্গুসন বলেছেন, লন্ডনে ওমিক্রন সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আগামী সপ্তাহে হয়ত কমে আসতে শুরু করবে। নতুন আক্রান্তদের মধ্যে ১৫ শতাংশ পুনঃসংক্রমণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

নিল ফার্গুসন জানান, যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যানে পুনঃসংক্রমণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। কিন্তু বিজ্ঞানীরা এই সংখ্যা পর্যালোচনা করছেন।

তিনি বলেন, আমরা যে তথ্য পাচ্ছি তাতে পুনঃসংক্রমণের কথা রয়েছে। ওমিক্রনে আক্রান্তের ১০-১৫ শতাংশ পুনঃসংক্রমণ। এই বিষয়টি মাথায় রেখে আমাদের পর্যালোচনা করতে হবে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার তথ্য অনুসারে, ৩ জানুয়ারি দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন। আর গত সাত দিনে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৮৯ হাজার ৯৮৫ জন। গত সাত দিনের তুলনায় শনাক্তের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৪৬ জন।

ফার্গুসন সতর্ক করে বলছেন, রেকর্ড সংখ্যক শনাক্তের পরও তা প্রকৃত আক্রান্তের চেয়ে কম হতে পারে। কারণ অনেক এলাকায় করোনা পরীক্ষার সরঞ্জাম ফুরিয়ে গেছে।

তবে আশার কথাও শুনিয়েছেন তিনি। বলেন, এমন চূড়ায় পৌঁছে যাওয়া একটি মহামারি একই অবস্থায় বেশিদিন থাকতে পারে না। তাই আগামী সপ্তাহে এই সংখ্যা কমে আসা দেখতে পারি আমরা। হয়ত লন্ডনে শুরু হয়ে গেছে। অন্যান্য অঞ্চলে আগামী এক থেকে তিন সপ্তাহের মধ্যে এই প্রবণতা দেখা যাবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে