যে কারণে গণমাধ্যমে আসেনি পাক গোয়েন্দা প্রধানের ছবি « বাংলাখবর প্রতিদিন

যে কারণে গণমাধ্যমে আসেনি পাক গোয়েন্দা প্রধানের ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ১১:১৫ 51 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ১১:১৫ 51 ভিউ
Link Copied!

গত মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে তার কোনো ছবি গণমাধ্যমে আসেনি।

নাদিম আঞ্জুম গণমাধ্যমের কাছে তার কোনো ছবি বা ভিডিও না দেওয়ার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সোমবার দেশটির প্রথম জাতীয় নিরাপত্তা নীতি অনুমোদন করেছে। এ নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম।

বিজ্ঞাপন

পাকিস্তান সরকার ওই বৈঠকের যেসব ছবি ও ভিডিও শেয়ার করেছে, সেখানে শীর্ষ পর্যায়ের সবাইকে দেখা গেলেও আইএসএ প্রধানকে দেখা যায়নি বলে দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানা গেছে।

এ ব্যাপারে দেশটির এক মন্ত্রী জানান, কোনো বৈঠকে অংশগ্রহণ করলে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইএসএ প্রধান।
এই কারণেই লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম দায়িত্ব গ্রহণের পর থেকে তার কোনো ছবি গণমাধ্যমে আসেনি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমজাদ শোয়েব জানান, গণমাধ্যমের নজর থেকে দূরে সরে থাকাই গোয়েন্দা সংস্থার মূল নীতি।

বিজ্ঞাপন

অতীতে সরকার বেশ কয়েকবার এই নীতি লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। সেই প্রসঙ্গই টেনেছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।

লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদের স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!