রংপুরে বাস বন্ধে অটোচালকদের পোয়াবারো « বাংলাখবর প্রতিদিন

রংপুরে বাস বন্ধে অটোচালকদের পোয়াবারো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:১৭ 22 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:১৭ 22 ভিউ
Link Copied!

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে রংপুরে বন্ধ আছে সব গণপরিবহন। উপায় না পেয়ে বিকল্প উপায় সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গতকালের মধ্যে অনেকে এলেও আজ যারা আসছেন তাদের বেশিরভাগই আশপাশের উপজেলার নেতাকর্মী।

বাস বন্ধ থাকায় বেশিরভাগ নেতাকর্মী আসছেন অটোরিকশায় চেপে। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অটোচালকরা। আগের চেয়ে বাড়তি দামে রংপুরে যাত্রী পরিবহন করছেন তারা।

সাধারণত অন্যান্য দিনও মিঠাপুকুর থেকে অনেক অটোচালক রংপুরে আসেন। কিন্তু বাসের কারণে অটোরিকশা ভর্তি যাত্রী আনতে সমস্যা হতো। উপায় না পেয়ে অনেকে কম যাত্রী নিয়েই বিভাগীয় এই শহরটির উদ্দেশে ছেড়ে আসে।

বিজ্ঞাপন

কিন্তু রংপুরে বিএনপির মহাসমাবেশকে ঘিরে বাস বন্ধ থাকায় দলটির নেতাকর্মীরা বিভিন্ন উপায়ে রংপুরে যাচ্ছেন। অনেকে বাইকে চেপে গেলেও বেশিরভাগ নেতাকর্মী যাচ্ছেন অটোরিকশায় চেপে।

স্বাভাবিক সময়ে যাত্রী কম পেলেও এদিন চালকদের জন্য ছিল ব্যতিক্রম। গাড়ি দাঁড় করানো মাত্রই কাড়াকাড়ি করে উঠছেন নেতাকর্মীরা। সুযোগ বুঝে বাড়তি দাম নিয়ে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছেন অটোচালকরা।

সকাল থেকে যারা অটোরিকশা চালিয়েছেন তারা পরিস্থিতির সুযোগ নিয়েছেন পুরোপুরি, আয় করেছেন অনেক টাকা। তবে যারা একটু দেরিতে বেরিয়েছেন তাদের মুখে শোনা গেছে আফসোস।

বিজ্ঞাপন

চালকরা জানিয়েছেন, সাধারণ যাত্রী ছাড়াও নেতাকর্মীদের ভিড় বেশি থাকায় তারা অন্যান্য দিনের তুলনায় বেশি ভাড়া পেয়েছেন।

মর্ডান মোড় এলাকায় কথা হয় মিঠাপুকুর থেকে আসা আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সকালে ২০টি অটোরিকশায় করে নেতাকর্মীদের নিয়ে বের হয়েছি। দুই ঘণ্টায় রংপুরে এসে পৌঁছেছি।’

মডার্ন মোড় এলাকায় সকাল আটটা পর্যন্ত মানুষের যাতায়াত অনেকটা অবাধে থাকালেও পরে পুলিশের একটি দল অবস্থান নিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশি শুরু করে।

রংপুরে প্রবেশের আরেক মুখ মাহিগঞ্জের সাতমাথাতেও সমাবেশে যোগ দেওয়া মানুষের স্রোত দেখা যায়। সেখানেও অনেককে অটোরিকশায় করে সমাবেশে অংশ নিতে দেখা যায়।

দুপুর ২টায় রংপুর কালেক্টরেট মাঠে শুরু হবে বিএনপির গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই ভিড় করছেন নেতাকর্মীরা। তাদের বিভিন্ন স্লোগানে মুখরিত সমাবেশস্থল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!