
রাঙ্গাবালীতে বিভিন্ন উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা



রিপোর্ট: মোঃ মামুনুর রহমান
মাননীয় সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রনলায় সংসদী সদস্য-১১৪, পটুয়াখালী-৪ মোঃ মুহিববুর রহমান মহিব বলের `বিএনপি বা অন্যদল ক্ষমতায় এলে সকল ভাতা বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন,`বর্তমান সরকার যে নানা রকম ভাতা দিচ্ছে, এগুলো আগে কখনো ছিলো না। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এসব ভাতা চালু করেছিল। এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক ভাতা বন্ধ করে দিয়েছিল। তখন হাতে গুনা কয়েকজন ভাতা পেত, তাও চেয়ারম্যান ও বিএনপি নেতাদের সমর্থক বা তাদের আত্মীয়স্বজনদের দেওয়া হতো।
পরে ২০০৮ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা ভাতার পরিমাণ এবং আকার দুটোই আরও বৃদ্ধি করেছেন। বর্তমানে প্রতিটি ইউনিয়নে ২ থেকে ৪ হাজার মানুষ নানাধরণের উপকারভাতা পাচ্ছে। আমরা এসব ভাতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি এসব দেখে দিই নাই। যার ভাতার প্রয়োজন তাকে দিয়েছি। এটাই আওয়ামী লীগের নীতি।
মাননীয় সংসদ সদস্য বলেন, আপনাদের হয়তো মনে আছে আওয়ামী লীগ সরকার ৬ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। বর্তমানে আওয়ামী লীগ সরকার প্রায় ২২ ধরনের ভাতা চালু করেছে। সামনে বিএনপি বা অন্যদল ক্ষমতায় এলে কমিউনিটি ক্লিনিকের মতো সকল ভাতা ও বন্ধ হয়ে যাবে।
বৃহস্পতিবার (০২নভেম্ববার) সকালে পটুয়ালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন।
মহিবুর রহমান মহিব বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের বিনামূল্যে ভাতা দিচ্ছে। কারো মাধ্যম ছাড়া মোবাইলে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন।সরকার যেহেতু আপনাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করছে তাহলে ভোট টাও নৌকায় দিতে হবে। কেউ নুন খাওয়ালে তার গুন গাইতে হবে।
তিনি বলেন, শুধু মাত্র রাঙ্গাবালী একটি ছোট্ট উপজেলা চারশত কোটি টাকার বেশি উন্নয়ন হয়েছে। আমরা যে সড়কের উন্নয়ন করেছি তার গর্ত ভরাট করার সক্ষমতাও তাদের নেই বলে উল্লেখ করেন সংসদ সদস্য
নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে মহিবুর রহমান বলেন,’আমাকে এমপি নির্বাচিত করার পর, আমি দলীয় এমপি থাকিনি, সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। রাখালের মতো করেই গত ৫ বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।`
উপজেলা নির্বাহী অফিসারে সভাপতিত্বে ও আইসিটি অফিসার মাসুদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও রাঙ্গাবালী ইউনিয়ন চেয়ারম্যান, জনাব মোঃ সাইদুজ্জামান মামুন জনাব, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ, মোঃ নুরুল ইসলাম মজুমদার, জেলা পরিষদ সদস্য, মশিউর রহমান শিমুল উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আরিফ, ছোটবাইশদিয়া ইউপি ভারপ্র্যপ্ত চেয়ারম্যান কামাল পাশা,বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, মৌডুবী ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান।
