রাজধানীতে বিভিন্ন এলাকায় সতর্ক অবলম্বনে পুলিশ « বাংলাখবর প্রতিদিন

রাজধানীতে বিভিন্ন এলাকায় সতর্ক অবলম্বনে পুলিশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৪৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৪৬
Link Copied!

রিপোর্ট: মোঃআব্দুল্লাহ আল মোত্তালিব

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীতে হরতালের প্রভাব তেমন একটা দেখা যায়নি।সকাল থেকেই রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।তবে,ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা কম ছিল।সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় কাজে বের হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।তবে হরতালে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকার ঘটনা ঘটাতে না পারে,সেজন্য রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আইন-শৃঙ্খলা বাহিনীর মন্তব্য,
মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুত নেওয়া হয়েছে।আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে ছাড় দেওয়া হবে না।

এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন,
হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও সাধারণের যানচলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,
সরকার পতনের এক দফা দাবিতে শনিবার(২৮ অক্টোবর)দুপুর ২টায় সমাবেশ শুরু করে বিএনপির।তবে তার আগেই রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।এ সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি এবং একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।এবং ভয়াবহ এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন।এরপর রাতেই জনসাধারণের নিরাপত্তায় রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর নয়াপল্টনে ২৮অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে