
রাজধানীর কল্যানপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল!



বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, রাজধানীর শ্যামলী স্পেশালিষ্ট হাসপাতালের সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে কল্যানপুর বাসস্ট্যান্ড গিয়ে মিছিল শেষ হয়।
প্রসঙ্গত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারী থেকে জেল হাজতে রয়েছেন এবং আজিজুল বারী হেলাল ডুমুরিয়া থানার একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন লাভের পর গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা আদালতে আত্মসমর্পণ করেন।
কিন্তু খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম আজিজুল বারী হেলালসহ ৮ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে আজিজুল বারী হেলালসহ ১৮ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতা আকরাম আহমেদ বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই এই ফ্যাসিবাদী সরকার তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছেন।
তিনি আরো বলেন আজিজুল বারী হেলাল ভাইকে আদলতের ঘাড়ে বন্দুক রেখে জামিন বাতিল করেছে এই ভোটারবিহীন সরকার। তিনি বলেন দেশে এখন একনায়কতন্ত্র রাজত্ব কায়েম চলছে, দেশে কোন আইনেের শাসন নেই।
সেই সঙ্গে অবিলম্বে বেগম খালেদা জিয়া ও আজিজুল বারী হেলালসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান উপস্থিত নেতা-কর্মীরা।
