
রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন



আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এক বর্নাঢ্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ইমরান স্মৃতি কল্যান ফাউন্ডেশন। টুর্নামেন্টে ১৮ টি দলে দুই শতাধিক যুবক খেলোয়ার অংশগ্রহণ করে।
ফাউন্ডেশনের পরিচালক জনাব আবু তোরাব পান্না এর ব্যবস্থাপনা ও পরিচালনায় ফাইনালের দিন উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব ডাঃ ফখরুদ্দীন মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সমাজ সেবক জনাব আব্দুস সাকি এবং উপদেষ্টা জনাব মোঃ নাজিবুর রহমান। এবং ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী ভাষনে প্রধান অতিথি জনাব ডাঃ ফখরুদ্দীন মানিক বলেন যুবকরাই দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ দায়িত্ব তাদেরকেই গ্রহন করতে হবে। তাই আপনাদেরকে মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে।
নিজেদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে অপরের প্রতি ও সমাজের সকল মানুষের প্রতি এবং দেশের প্রতি ভালোবাসা পোষন করতে হবে এবং দেশপ্রেমে সকলকে উদ্ভুদ্ধ হতে হবে। তাই খেলাধূলা ও ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের মনমানসিকতা প্রফুল্ল রাখতে হবে।
ইভ টিজিং রোধে যুবকদের সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে যুবকদের কুরআন হাদীসের আলোকে গড়ে তুলতে হবে। নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিকভাবে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
সমাজ ও দেশের সার্বিক কল্যানে এগিয়ে আসতে সকল যুবকদের প্রতি আওহান জানান এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
একটি ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে শত-শত মানুষ মাঠে উপস্থিত হয়। দিনশেষে মাঠটি কানায় কানায় ভর্তি হয়ে যায়।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন টুর্নামেন্টের বিশেষ অতিথি ও ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ নাজিবুর রহমান।
তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং বিজিতদের ভবিষ্যতে ভালো করার জন্যে উৎসাহ প্রদান করেন।
ভবিষ্যতে এ আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
