রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন « বাংলাখবর প্রতিদিন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন

মোঃ হাসানুজ্জামান স্টাফ রিপোটার
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:২১
মোঃ হাসানুজ্জামান স্টাফ রিপোটার
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৩ | ৯:২১
Link Copied!
ট্রফি তুলে দিচ্ছেন জনাব নাজিবুর রহমান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এক বর্নাঢ্য ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ইমরান স্মৃতি কল্যান ফাউন্ডেশন। টুর্নামেন্টে ১৮ টি দলে দুই শতাধিক যুবক খেলোয়ার অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের পরিচালক জনাব আবু তোরাব পান্না এর ব্যবস্থাপনা ও পরিচালনায় ফাইনালের দিন উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব ডাঃ ফখরুদ্দীন মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও সমাজ সেবক জনাব আব্দুস সাকি এবং উপদেষ্টা জনাব মোঃ নাজিবুর রহমান। এবং ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী ভাষনে প্রধান অতিথি জনাব ডাঃ ফখরুদ্দীন মানিক বলেন যুবকরাই দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ দায়িত্ব তাদেরকেই গ্রহন করতে হবে। তাই আপনাদেরকে মাদক ও অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে।

নিজেদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে অপরের প্রতি ও সমাজের সকল মানুষের প্রতি এবং দেশের প্রতি ভালোবাসা পোষন করতে হবে এবং দেশপ্রেমে সকলকে উদ্ভুদ্ধ হতে হবে। তাই খেলাধূলা ও ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের মনমানসিকতা প্রফুল্ল রাখতে হবে।

ইভ টিজিং রোধে যুবকদের সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে যুবকদের কুরআন হাদীসের আলোকে গড়ে তুলতে হবে। নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিকভাবে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সমাজ ও দেশের সার্বিক কল্যানে এগিয়ে আসতে সকল যুবকদের প্রতি আওহান জানান এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

একটি ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে শত-শত মানুষ মাঠে উপস্থিত হয়। দিনশেষে মাঠটি কানায় কানায় ভর্তি হয়ে যায়।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন টুর্নামেন্টের বিশেষ অতিথি ও ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ নাজিবুর রহমান।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং বিজিতদের ভবিষ্যতে ভালো করার জন্যে উৎসাহ প্রদান করেন।
ভবিষ্যতে এ আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন আজ শিক্ষার নামে কিন্ডারগার্টেন জটিলতার শেষ কোথায় ? সম্পন্ন হলো বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে তিন চুক্তি নড়াইল ২ আসনের নির্বাচনী বৈষম্যতা ঘনীভূত রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা রায়পু‌রে ০৩ দিন ব্যা‌পী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনু‌ষ্ঠিত খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল