রাজশাহীর হোসনীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর-টাকা লুটপাট-থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর হোসনীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর-টাকা লুটপাট-থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২২ | ৯:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২২ | ৯:৪২
Link Copied!

মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার মোছাঃ মালা সিদ্দিকা (৪০) তার স্বামী মোঃ রুহুল আমিন’র বসতবাড়িতে টাকা লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এই ভাংচুর ও টাকা লুটপাটের বিষয় নিয়ে মোছাঃ মালা সিদ্দিকা(৪০) বাদী হয়ে ০৯-১০-২২ ইং তারিখে ০৬ জনকে আসামি করে নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লেখা হয় বিবাদী ১. মোঃ রিশাত(২৪), ২. মোঃ শাকিল (৩২) উভয়ের পিতা মোঃ নাজির, ৩. মোছাঃ নাসরিন (৩৩) তার স্বামী মোঃ রিশাত, ৪. মোঃ রিদয় (২০), ৫. মোঃ সজিব(১৮) যার পিতা মোঃ রিশাত, ৬.মোঃ বকুল (৩৭) তার পিতাঃ অজ্ঞাত সর্বসাং হোসনীগঞ্জ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহী গন পূর্বের শত্রুুতার জের ধরে আজ সকাল ১১.০০ টার সময় আমার ছেলে মিম কে চোর সন্দেহ করে বাসায় গায়ের জোরে ভিতরে প্রবেশ করে মীম কে বিভিন্ন দেশীয় অস্ত্র যেমন – হকিস্টিক, পাইপ, রড দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে এবং ঘরবাড়ির জিনিস পত্র ভাঙচুর করে যার আনুমানিক মূল্য (৩০.০০০) টাকা এবং ভুক্তভোগীর কাছে থাকা নগদ (২০.০০০) টাকা ছিনিয়ে নেই। তখন বাদী টাকা দিতে অস্বীকার করলে একসাথে পরিবারের সকল লোকজন কে কিছু না দেখে এলোপাতাড়ী ভাবে মারধর করতে থাকে। তখন ভুক্তভোগী পরিবার গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগীর পক্ষে সাক্ষী দিতে তার পরিবার সহ ভুক্তভোগী নিজেই উদ্দ্যত হয়েছেন। ভুক্তভোগী মোছাঃ মালা সিদ্দিকা বিবাদী নিশাত ও তার দলবলের আঘাতে তার পায়ের হাড় ভেঙ্গে যায় এবং তার বুড়ো আঙুলে রক্তাক্ত হয়।

বিজ্ঞাপন

এই বিষয়ে ভুক্তভোগী রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সরাসরি নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় বোয়ালিয়া থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ছিলেন এবং বিষয়টি গভীর তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিবেন বলেও তিনি ভুক্তভোগী ও তার পরিবারকে আশা ব্যক্ত করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
মার্কিনিদের চেয়ে বাংলাদেশ মানবাধিকার বেশি রক্ষা করে: রাষ্ট্রপতি জয়িতা সম্মাননায় ভূষিত হলেন তৃতীয় লিঙ্গের মোহনা গার্মেন্টস শ্রমিক সুরক্ষায় সরকারের যত উদ্যোগ অঢেল সম্পদ মমতাজের-হলফনামায় কম; ভারতের আদালতে ২ মামলা ইতিহাস সৃষ্টি করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম