রাজশাহীর হোসনীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর-টাকা লুটপাট-থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর হোসনীগঞ্জে বসতবাড়ি ভাঙচুর-টাকা লুটপাট-থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২২ | ৯:৪২ 45 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২২ | ৯:৪২ 45 ভিউ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার মোছাঃ মালা সিদ্দিকা (৪০) তার স্বামী মোঃ রুহুল আমিন’র বসতবাড়িতে টাকা লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এই ভাংচুর ও টাকা লুটপাটের বিষয় নিয়ে মোছাঃ মালা সিদ্দিকা(৪০) বাদী হয়ে ০৯-১০-২২ ইং তারিখে ০৬ জনকে আসামি করে নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লেখা হয় বিবাদী ১. মোঃ রিশাত(২৪), ২. মোঃ শাকিল (৩২) উভয়ের পিতা মোঃ নাজির, ৩. মোছাঃ নাসরিন (৩৩) তার স্বামী মোঃ রিশাত, ৪. মোঃ রিদয় (২০), ৫. মোঃ সজিব(১৮) যার পিতা মোঃ রিশাত, ৬.মোঃ বকুল (৩৭) তার পিতাঃ অজ্ঞাত সর্বসাং হোসনীগঞ্জ, থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহী গন পূর্বের শত্রুুতার জের ধরে আজ সকাল ১১.০০ টার সময় আমার ছেলে মিম কে চোর সন্দেহ করে বাসায় গায়ের জোরে ভিতরে প্রবেশ করে মীম কে বিভিন্ন দেশীয় অস্ত্র যেমন – হকিস্টিক, পাইপ, রড দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে এবং ঘরবাড়ির জিনিস পত্র ভাঙচুর করে যার আনুমানিক মূল্য (৩০.০০০) টাকা এবং ভুক্তভোগীর কাছে থাকা নগদ (২০.০০০) টাকা ছিনিয়ে নেই। তখন বাদী টাকা দিতে অস্বীকার করলে একসাথে পরিবারের সকল লোকজন কে কিছু না দেখে এলোপাতাড়ী ভাবে মারধর করতে থাকে। তখন ভুক্তভোগী পরিবার গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগীর পক্ষে সাক্ষী দিতে তার পরিবার সহ ভুক্তভোগী নিজেই উদ্দ্যত হয়েছেন। ভুক্তভোগী মোছাঃ মালা সিদ্দিকা বিবাদী নিশাত ও তার দলবলের আঘাতে তার পায়ের হাড় ভেঙ্গে যায় এবং তার বুড়ো আঙুলে রক্তাক্ত হয়।

বিজ্ঞাপন

এই বিষয়ে ভুক্তভোগী রামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সরাসরি নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় বোয়ালিয়া থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ছিলেন এবং বিষয়টি গভীর তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিবেন বলেও তিনি ভুক্তভোগী ও তার পরিবারকে আশা ব্যক্ত করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) রাবিতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ২৭ বহিরাগত আটক!