
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী’র সাথে পাবনা সদর পৌর মেয়র এর সৌজন্য সাক্ষাৎ

Link Copied!


মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ আজ শনিবার বেলা ১২টায় রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল-এঁর নিজ বাসভবনে সৌজন্য স্বাক্ষাৎ করেন পাবনা সদর পৌরসভা মেয়র শরিফ উদ্দিন প্রধান।
এ সময় তিনি রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এঁর বিজয় কামনা করে সমর্থন জানান। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা সরদার মিঠু আহমেদ, পাবনা সদর আওয়ামী লীগ নেতা হিরো হোসেন, মোস্তক, পৌর আওয়ামী নেতা মান্নান, আব্দুল রাজ্জাক,কিরণ, আযম, পাবনা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাঙ্গা ও আযম প্রমুখ।
