
রাজারহাটে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আক্রমণে আহত জুয়েল


কুড়িগ্রামের রাজারহাটে রাতের খাবার নিয়ে দাদির বাড়ী যাওয়ার পথিমধ্যে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে নাতী জুয়েল রানা গুরুত্বর আহত হয়েছেন।আহত জুয়েল রানা প্রাণে বাঁচতে চিৎকার করিলে স্থানীয় রহুল আমিন, ইকবাল হোসেন ও হাসেন আলীর সহযোগীতায় জুয়েল রানাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে,গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চাকিরপশার ইউপির জয়দেব হায়াত গ্রামের কাসেম আলীর পুত্র জুয়েল আনুমানিক রাত সাড়ে ৯ ঘটিকায় নিজ বাড়ী হইতে খাবার নিয়ে দাদির বাড়ীর উদ্দেশ্য রহনা হলে পুর্ব পরিকল্পিতভাবে প্রতিবেশী
নুরুজ্জামান মেম্বারের নেতৃত্বে জাহাঙ্গীর আলম,রুবেল ও সাহেব আলীসহ কয়েকজন জুয়েল রানাকে আক্রমণ করেন এবং তার সঙ্গে থাকা ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এবিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।