
রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ!



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। গতকাল সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদস্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে ‘বাংলাদেশ স্টুডেন্টস ফর লিবার্টি’। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ টি বিভাগ অংশগ্রহণ করে।
জয়ী দলকে নগদ পাঁচ হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় এবং পরাজিত দলকে নগদ তিন হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, জান্নাতুল মাওয়া এবং আহনাফ হাসান।
অনুষ্ঠানে সিরাজুম মনিরা ও তারিফ হাসান মেহেদির সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টুডেন্টস ফর লিবার্টির সিনিয়র লোকাল কোর্ডিনেটর রাজু আহমেদ।
প্রসঙ্গত, স্টুডেন্টস ফর লিবার্টি নাগরিকের মুক্ত স্বাধীন তত্ত্ব গুলো ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী কাজ করছে।
