রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৬:০২
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৬:০২
Link Copied!
রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে৷ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। তবে হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগ।

সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতা শেখ নূর উদ্দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হামলাকারী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাকিবুল হাসান বাকি। তিনি একই বিভাগের সাবেক শিক্ষার্থী।

ছাত্রদলের নেতাদের অভিযোগ, আহত নূর উদ্দিন তার পরিক্ষার ফরম পূরণ শেষ বিভাগ থেকে বের হবার পর অতর্কিত হামলার শিকার হন।

হামলার নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাকিবুল হাসান বাকি ও তার অনুসারীরা। এসময় হামলাকারীরা বাঁশ দিয়ে বেধরক পেটান ও কিল ঘুষি দেন।

বিজ্ঞাপন

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

ঘটনাস্থলে ছিলেন ছাত্রদলের রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, ডিপার্টমেন্টে ক্লাস-পরীক্ষা দিতে গেলেও ছাত্রলীগ সন্ত্রাসীরা ছাত্রদল নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালাচ্ছে।

এরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী নয়, এরা বাকশালের রাজনীতিতে বিশ্বাসী। আজকেও বিনা কারনে আমাদের উপর হামলা চালিয়েছে।

একের পর এক ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করায় ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায় ছাত্রলীগকেই নিতে হবে।

ছাত্রদলের রাবি শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আমাদের উপর ছাত্রলীগের কর্মীরা নানাভাবে হামলা করেই যাচ্ছে। ক্যাম্পাসে আমরা নিরাপদ বোধ করছি না।

আজকে হামলার পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে তিনি ফোন কেটে দেন। পরবর্তী একাধিক বার ফোন করা হলেও তিনি আর ফোন ধরেননি।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাকিবুল হাসান বাকি বলেন, আমাদের নেত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমরা আজকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি।

এ সময় আমরা ছাত্রদলকে প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছি। আমরা তাকে কোন মারধর করিনি। তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি শুনেছি। এখানে তাদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি। তাদেরকে প্রতিহত করা হয়েছে।

এ বিষয়ের জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমার কাছে ফোন এসেছিল। অভিযোগের ভিত্তিতে আমি এ বিষয়ে খোঁজ-খবর নেই।

খোঁজখবর নিয়ে জানতে পারি দুজন শিক্ষার্থী একই বিভাগের। পরে ওই বিভাগে যোগাযোগ করি। তারা বিভাগীয়ভাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না: তামিম ইকবাল দুই প্রকল্পেই খরচ বাড়ল সাড়ে ১১০০ কোটি টাকা তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নিজ ভূমি পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি দিনভর নাটক শেষে বিশ্বকাপ টিম গঠন তামিমকে ছাড়াই ! হোমনায় মাদ্রাসা ছাত্রকে ইস্ত্রী মেশিন গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন সখীপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণে মাঠ দিবস অনুষ্ঠিত এবার পরীমণির অশ্লীল ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১