রাবিতে 'ডাটা জার্নালিজম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৮ মে, ২০২৩ | ৭:৩৩
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৮ মে, ২০২৩ | ৭:৩৩
Link Copied!
রাবিতে 'ডাটা জার্নালিজম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিভাগটি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ডাটা জার্নালিজমের ধারণা, ডাটা জার্নালিজমের মৌলিক বিষয়, ডাটা জার্নালিজমের সোর্স, ডেটা বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশনের জন্য এক্সেল সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজ্ঞাপন

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মুসতাক আহমেদ ও টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জামান। কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জামান বলেন, ডাটা জার্নালিজম বাংলাদেশের জন্য নতুন একটি বিষয়।

এক্ষেত্রে অন্যান্য দেশ থেকে আমরা অনেক পিছিয়ে আছি৷ ডাটা জার্নালিজমকে সাংবাদিকতার পেশা হিসেবে নিলে সরাসরি কাজে লাগবে।

বিজ্ঞাপন

অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের কাজকে আরও সহজ করে দিতে ডাটা জার্নালিজম সহায়ক ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার ক্ষেত্রে অন্যতম বাধা ডিজিটাল আইন।

তিনি এই কালো আইনের অপপ্রয়োগ বন্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদ বলেন, এই কর্মশালার প্রস্তাব পাওয়ার পর আমি বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করেছি। দারুণ ব্যাপার যে, আমরা এই সুযোগটা নিতে পেরেছি।

ডাটা জার্নালিজম সত্যিকার অর্থেই ভবিষ্যতে সাংবাদিকতায় সুদৃঢ় প্রভাব ফেলবে। টিআইবির সহযোগিতা পেলে দ্রুতই এই কোর্স একাডেমিকভাবে চালু করা হবে বলে জানান তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পরিচালক ও বিবিসি নিউজের সাবেক সাংবাদিক শেখ মনজুর-ই-আলম, টিআইবি’র কো-অর্ডিনেটর ও মাছরাঙা টেলিভিশনের ভিজিটিং বিজনেস এডিটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর শামসুদ্দোহা সাফায়েত ও রফিকুল ইসলাম।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না: তামিম ইকবাল দুই প্রকল্পেই খরচ বাড়ল সাড়ে ১১০০ কোটি টাকা তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নিজ ভূমি পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি দিনভর নাটক শেষে বিশ্বকাপ টিম গঠন তামিমকে ছাড়াই ! হোমনায় মাদ্রাসা ছাত্রকে ইস্ত্রী মেশিন গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন সখীপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণে মাঠ দিবস অনুষ্ঠিত এবার পরীমণির অশ্লীল ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১