রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! « বাংলাখবর প্রতিদিন

রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মে, ২০২৩ | ৭:৫৫
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৬ মে, ২০২৩ | ৭:৫৫
Link Copied!
রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংস্কৃত বিভাগের রফিকুল ইসলাম নামের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে৷

মঙ্গলবার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় তিনি হলের প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেন৷

বিজ্ঞাপন

অন্যদিকে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন- শহীদ শামসুজ্জোহা হলের সাধারণ সম্পাদক ও সংস্কৃত বিভাগের ছাত্র মোমিন ইসলাম এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মাজহারুল ইসলাম।

মারধরের পর ভুক্তভোগীর সঙ্গে থাকা তার ব্যবসায়িক কাজের প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ আছে৷

লিখিত অভিযোগে ভুক্তভোগী বলেন, আজ দুপুরে অসুস্থতার কথা বলে সোহরাওয়ার্দী হলের ৩৬৪ নম্বর কক্ষে ডাকেন মোমিন।

বিজ্ঞাপন

তারপর সেখানে উপস্থিত হলে তারা দুজন কক্ষের জানালা-দরজা বন্ধ করে মারধর করেন। এক পর্যায়ে সঙ্গে থাকা ৩০ হাজার টাকাও নিয়ে নেয় তারা।

তিনি আরো বলেন, অচেতন হওয়ার পর আমার মাথায় পানি ঢেকে অর্ধচেতন অর্বস্থায় হলের সামনে রেখে যায়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি মাজহারুল ইসলামকে একাধিক বার ফোন করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ শামসুজ্জোহা হল শাখার সাধারণ সম্পাদক মোমিন ইসলাম বলেন, সংস্কৃত বিভাগের কর্মচারী রফিকুল আমার থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলো।

সেটা চাওয়ার জন্য ডেকে ছিলাম। টাকা না দিয়েও তিনি দিয়েছেন বলে দাবি করেন। এরপর তাকে হল থেকে ছেড়ে দেই। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, তার কাছ থেকে আমি টাকা পাই। সেটির দিতে পারছে না। তার কাছ থেকে কেনো টাকা নিবো আমি।

অন্যদিকে বিভাগের ছাত্রের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানান ওই কর্মচারী।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিষয়টি একটু আগে জেনেছি।

খোঁজ-খবর নিয়ে ছাত্রলীগের যে কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

এ ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আজকে দুপুরে হলে নিয়ে এসে সংস্কৃতি বিভাগের এক কর্মচারীকে মারধর করা হয়েছে বলে তা শুনেই হলে আসি৷ আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি।

এ ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে৷ আজ সন্ধ্যায় প্রাধ্যক্ষ পরিষদের সভা ডাকা হয়েছে৷ এতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
শওকত শিকদারের গাড়ীতে সন্ত্রাসী হামলা মধুপুরে জমি নিয়ে বিরোধে মধ্যযুগীয় কায়দায় প্রতিপক্ষের উপর বর্বর নির্যাতন এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত মোটরসাইকেল দুর্ঘটনায় কেড়ে নিলো দুই তরুণের প্রাণ অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম