
রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি!



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষাকালীন মেসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জ্জোহা চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
তাদের অন্য দুটি দাবি হল, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, হোটেলের খাবারের বর্ধিত মূল্য আদায় বন্ধ করতে হবে।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্ববায়ক ফুয়াদ রাতুল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বছর প্রায় ২৪ কোটি টাকা ব্যাবসা করেছে ভর্তি ফর্ম থেকে।
প্রত্যেক বছর আমরা দেখতে পাই পর্যাপ্ত পরিমাণে আবাসনের ব্যাবস্থা থাকে না।
ভর্তি পরীক্ষার সময় মেস মালিকেরা এক ধরনের চাঁদাবাজিতে লিপ্ত হয়।
একজন শিক্ষার্থী মেসের সিটে পরীক্ষার্থী রাখতে চাইলে ম্যাচ মালিক ২০০ টাকা থেকে ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া দাবি করেন।
এ সময় ১৫ টাকার রিকশা ভাড়া ২০০ টাকা পর্যন্ত হয়ে যায়। প্রশাসন চাইলেই এই সংকট নিরসনে উদ্যোগ নিতে পারে।
কিন্তু প্রশাসনকে তেমন কোন সমাধান নিয়ে আসতে দেখা যায় নি।
কর্মসূচিতে সংগঠনটির সদস্য অসিম দে বলেন, রাজশাহীর মেস মালিকদের অতিরিক্ত ভারা আদায়কে ডাকাতি বললেও কম হবে।
বিশ্ববিদ্যালয় প্রাশাসন ইচ্ছা করলে মেস মালিক কমিটির সাথে বসে এর একটা সমাধান করতে পারে।
আমাদের অভিভাবক হিসেবে হলেও প্রশাসনের কাজটা করা উচিৎ।
মেসে প্রতিটি ছেলে টাকা দিয়ে ভারা থাকে তারপরেও গেস্টদের কাছ থেকে তারা অতিরিক্ত টাকা আদায় করে। যা পুরোটাই অনৈতিক।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যন্য শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মিনহাজ, ইয়াকুব সরকার, মো. সাহাবুদ্দীন এবং শাওন।
