
রায়পুরে ০৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত



” সেবা ও উন্নতির দক্ষ রুপকার ,
উন্নয়নের -উদ্ভাবনে স্থানীয় সরকার”
এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ০৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা – ২০২৩।
১৭ ই আগস্ট (রবিবার ) সকাল ০৯ : ০০ ঘটিকা হইতে আরম্ভ হয়ে বিকেল ০৫ :০০ টা পর্যন্ত কার্যক্রম সমাপ্তি হয় ১ম কার্যদিবস । তারই ধারাবাহিকতায় , ১৯ ও ২০ ই আগস্ট , সোমবার এবং মঙ্গলবার মোট টানা ০৩ দিন চলবে এই কর্মসূচী।
০৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার স্টলে অংশগ্রহন করেন রায়পুর উপজেলার ০১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদ , ০২ নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ , ০৩ নং চরমোহনা ইউনিয়ন পরিষদ , ০৪ নং সোনাপুর ইউনিয়ন পরিষদ , ০৫ নং চরপাতা ইউনিয়ন পরিষদ, ৬ নং কেরোয়া ইউনিয়ন পরিষদ , ০৭ নং বামনী ইউনিয়ন পরিষদ , ০৮ নং দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদ, ০৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন পরিষদ , ১০ নং রায়পুর ইউনিয়ন পরিষদ , রায়পুর পৌরসভা কার্যালয় ও রায়পুর উপজেলা ডিজিটাল সেন্টার এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয় এলজি ইডি অফিস সহ আরো অন্যান্য অফিস সমূহ ।
০৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার স্টলে পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন দাশ ও রায়পুর সহকারী কমিশনার (ভূমি) জনাব রাসেল ইকবাল , এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্ধ।
উক্ত স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার স্টলে ০৭ নং বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী ও উক্ত ইউনিয়ন পরিষদের সচিব রায়হান উদ্দিন , উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওসমান খান সহ বিভিন্ন সেবা প্রদানকারীরা জানান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন গতিশীল অব্যাহত রাখতে ও জনগনের সেবার মান বৃদ্ধি করতে ০৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার আয়োজন করা হয় , এবং প্রথম দিনে আমরা অসংখ্য লোককে সেবা প্রদান করেছি । তাই সবাইকে রায়পুর উপজেলা পরিষদে এসে সেবা নেওয়ার জন্য অনুরোধ করা করা হলো
