
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারী আটক



সিরাজগঞ্জে ২৮ অক্টোবর বিকেল ০৫:২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন ঢাকা হইতে রাজশাহীগামী মহাসড়কের সায়দাবাদ নামক বাসস্ট্যান্ড( সায়দাবাদ গ্যারেজ) এর পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। ২৯ অক্টোবর সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ হোসেন আলী(৪০), পিতা-মৃত সামসুল হক, মাতা-শাহাজাদী, সাং-মারাধার, থানা-হরিপুর,জেলা-ঠাকুরগাঁও, ২। মোঃ ইসমাইল হোসেন(২৯), পিতা-মোঃ দেরাজ প্রাং, মাতা-মোছাঃ রশেনা, সাং-আগবয়ড়া, থানা-সিরাজগঞ্জ, জেলা-সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
