শাকিবে বিরক্ত শাকিবিয়ানরা, দ্রুত কাজের ফেরার অনুরোধ তাদের « বাংলাখবর প্রতিদিন

শাকিবে বিরক্ত শাকিবিয়ানরা, দ্রুত কাজের ফেরার অনুরোধ তাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১:৩৯
Link Copied!

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চিত হচ্ছেন শাকিব খান। চিত্রনায়িকা বুবলীর সঙ্গে গোপন বিয়ে ও সন্তান প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলে এ নিয়ে আরও সমালোচনার সুযোগ করে দিচ্ছেন ঢালিউড কিং। এতে যারপরনাই বিরক্ত শাকিবিয়ানরা। তারা চাইছেন, ব্যক্তিগত বিষয়গুলো পাশে রেখে কাজে মন দিক তাদের প্রিয় নায়ক।

সারোয়ার হোসেন নামে শাকিবের এক ভক্ত বলেন, ‘আমরা শাকিবিয়ানরা তার ব্যক্তিজীবন দেখে ভালোবাসি না। সিনেমা দেখে ভালোবাসি। তাই আমাদের চাওয়া ব্যক্তিজীবনকে ব্যক্তিগত রেখে তিনি যেন কাজে মন দেন। ব্যক্তিজীবন নিয়ে যত কথা কম বলবেন ততোই তার জন্য মঙ্গল। তিনি কাকে বিয়ে করলেন, কাকে ডিভোর্স দিলেন— তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’

মাহফুজ আনাম শাহীন বলেন, ‘শাকিবের এ ধরনের কর্মকাণ্ডে বিরক্তবোধ করছি। তাকে নিয়ে অসংখ্য মিথ্যা প্রোপাগান্ডা বা সাধারণ বিষয় নিয়েও বেশি পরিমাণ নিউজ হয়েছে। তিনি বড় তারকা হওয়ায় এটা হবে, স্বাভাবিক। কিন্তু তাই বলে বসে বসে এগুলো উপভোগ করার মানে হয় না। তার কাজে ফেরা খুব জরুরি। কাজে ফিরলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কাজের বিকল্প নেই।’

বিজ্ঞাপন

শাকিবকে তাড়াতাড়ি ঘোষণা দেওয়া সিনেমাগুলোর কাজ আরম্ভ করার অনুরোধ জানিয়ে আরেক ভক্ত মারুফ হাসান বলেন, “তাড়াতাড়ি শুটিংয়ে নামা উচিত শাকিব খানের। তার উচিত সানী সানোয়ার, আশফাক নিপুন, ভিকি জাহেদ, মিজানুর রহমান আরিয়ান, এম রাহিম, রায়হান রাফীর মতো তরুণ মেধাবী পরিচালকের সঙ্গে নিয়মিত কাজ করা। মান্ধাতার আমলের মানহীন পরিচালক-প্রযোজক থেকে বের হয়ে নতুন উদ্যমে কাজে ফেরা। পারিশ্রমিকের দিকে না তাকিয়ে সময় ও সুযোগ বুঝে কলকাতার সিনেমায় অভিনয় করা সময়ের দাবি। আমরা ‘শিকারি’র মতো নতুন একজন শাকিব খানকে দেখতে চাই। আবারও ‘নবাব’ ধ্বনিতে সিনেমা হল প্রকম্পিত করতে চাই।”

আশরাফুল ইসলাম নাঈম বলেন, ‘শাকিব খান আমাদের নজর কাড়েন সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। ক্যারিয়ারের শুরু দিকেই তার এমন পরিণত অভিনয় দেখে ভক্ত হয়ে যাই। তারপর সবসময় তার সিনেমা নিয়ে ভালো ভালো খবর সবসময় দেখতে চেয়েছি। কিন্তু ইদানিং ব্যাক্তিগত জীবন নিয়ে এত খবর দেখতে দেখতে বিরক্ত। শাকিব খানের কাছে চাওয়া ব্যক্তিজীবন নিয়ে গণমাধ্যমে আর কথা না বলে যেন নতুন সিনেমার কাজ শুরু করেন। মেধাবি পরিচালকদের সাথে ভালোমানের ছবি করে ভক্তদের ভালোবাসার মূল্যায়ন করা।’

Bublyনাজমুল হক সৈকত বলেন, ‘ভক্ত হিসেবে সবসময় আমারা শাকিব খানের সঙ্গে ছিলাম। তার সমস্ত বিপদের সময় চেষ্টা করেছি সাপোর্ট দেওয়ার। এমনকি মানহীন চলচ্চিত্র মুক্তির সময়ও। বিনিময়ে কিছুই চাইনি। এখন সময় এসেছে তার প্রতিদান দেওয়ার। আমেরিকা থেকে আসার দুই মাস অতিবাহিত হলেও আমরা তার কাছে পেয়েছি শুধু ফাঁকা আওয়াজ। যা শুনে শুনে বিরক্ত। আমাদের এখন একটাই দাবি, হয় কাজ করুন না হয় বন্ধ করুন।’

বিজ্ঞাপন

শাকিবের ভক্ত মো. মিরাজ আকুতি জানিয়ে বলেন, ‘আপনার ব্যক্তিগত বিষয় আর প্রকাশ করবেন না প্লিজ। আপনার সততা-পরিশ্রমের পাশাপাশি দর্শকের ভালোবাসার মাধ্যমে সুপারস্টার খেতাব পেয়েছেন। বিশেষ করে আমরা শাকিবিয়ানরা আপনাকে সবসময় সমর্থন করি। এ ক্ষেত্রে আমাদেরও অবদান আছে। আমাদের কথা ভেবে এবার ভালো ভালো কাজ করুন, যেন আপনাকে নিয়ে বুক ফুলিয়ে গর্ব করতে পারি।’

এর বাইরেও অসংখ্য শাকিবিয়ান একইধরনের আহ্বান জানিয়েছেন শাকিব খানের প্রতি। তারা মনে করেন, একমাত্র ভালো সিনেমা সকল সমালোচনার জবাব দিতে পারে। তাই তারা এখন প্রিয় নায়কের ভালো সিনেমার অপেক্ষায়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না: তামিম ইকবাল দুই প্রকল্পেই খরচ বাড়ল সাড়ে ১১০০ কোটি টাকা তিতাসে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নিজ ভূমি পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি দিনভর নাটক শেষে বিশ্বকাপ টিম গঠন তামিমকে ছাড়াই ! হোমনায় মাদ্রাসা ছাত্রকে ইস্ত্রী মেশিন গরম করে ছ্যাকা দিয়ে নির্যাতন সখীপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণে মাঠ দিবস অনুষ্ঠিত এবার পরীমণির অশ্লীল ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১