শেষ নিঃশ্বাস পর্যন্ত চোরদের বিরুদ্ধে লড়ব: ইমরান খান


শাহবাজ শরীফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে খোঁচা দিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন যে, তিনি মারা না যাওয়া পর্যন্ত চোরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
শুক্রবার ইমরান খান ঘোষণা করেছেন যে, শনিবার সকাল ১১টা থেকে শাহদারা থেকে আবারও ইসলামাবাদের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হবে। খবর জিও নিউজের
লাহোরের দাতা দরবারে মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ‘আমি জানতাম লাহোর আমাকে কখনই নিরাশ করবে না। তবে, আমরা আজকের জন্য আমাদের ইসলামাবাদ-গামী যাত্রা শেষ করছি।
এদিকে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেডারেল মন্ত্রী সিনেটর শেরি রেহমান পিটিআই প্রধান ইমরান খানের রাজনীতিকে প্রতারণা বলে অভিহিত করেছেন এবং তার মিথ্যাচার উন্মোচিত হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমরান খান ক্ষমতার লোভে দেশকে বলি দেবেন।
শেরি রেহমানকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, ‘পিটিআইয়ের মার্চটি লং মার্চ নয়, একটি সংক্ষিপ্ত মার্চ। তিনি যদি লংমার্চ করতে চান, তবে করাচি থেকে শুরু করা উচিত ছিল।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের আগাম নির্বাচনের দাবিতে চাপ দিতে শুক্রবার তার ‘হাকিকি আজাদী লং মার্চ’ শুরু করেছেন। শুক্রবার সকাল ১১টায় লাহোরের লিবার্টি চক থেকে মিছিলটি শুরু হয়েছে।
বিক্ষোভে বাধা দিলে সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন ইমরান খান।
সরকার ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে যে, বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে বাধা দেওয়া হবে এবং নিরাপত্তার জন্য প্রায় ৩০ হাজার আইন প্রয়োগকারী মোতায়েন করা হবে।
বিক্ষোভকারীরা আসার আগে কর্তৃপক্ষ ইসলামাবাদে প্রবেশের সমস্ত পয়েন্টে ব্যারিকেড করার জন্য শত শত কন্টেইনার পাঠিয়েছে।
