
সভারচরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী,জাতীয় শোকদিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল



স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ আওয়ামী লীগ গোয়ালেরচর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের
আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৯ আগস্ট,২০২৩ সন্ধ্যায় সভারচর দারুলউলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে,
গোয়ালেরচর আওয়ামীলীগ ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ গোয়ালেরচর ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,শোককে শক্তিতে রূপান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নৌকার প্রার্থীকে জিতিয়ে আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আইয়ুব আলী, সহ সভাপতি মোঃ মজিবর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বিএসসি,সদস্য মোঃ আব্দুর রাজ্জাক , ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন সরকার ,কৃষকলীগের সভাপতি মোঃ জিন্নত আলী,ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
