সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীর কারাদণ্ড

Link Copied!

টাঙ্গাইলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে সজিব মিয়া (২৬) নামের এক পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মে) টাঙ্গাইল সদর উপজেলার সরকারি সা’দত কলেজে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সরকারি সা’দত কলেজে এক পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার চেষ্টা করে। পরে বিষয়টি টের পেয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
