সাইবার হামলা ঠেকাতে সতর্কবার্তা দিবে গুগল চ্যাট


মার্কিন টেক জায়ান্ট গুগলের জনপ্রিয় মেসেজিং সেবা ‘গুগল চ্যাট’- এর বিশেষ ফিচার এখন থেকে ব্যবহারকারীকে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্কবার্তা পাঠাবে। বৃহস্পতিবার (১৯ মে) গুগল ঘোষণা দিয়েছে যে, বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আসা সম্ভাব্য ‘ফিশিং’ ও ‘ম্যালওয়্যার’ হামলা সম্পর্কে সতর্ক করবে গুগল চ্যাট। নতুন ফিচারটিকে ‘ওয়ার্নিং ব্যানার’ নামে ডাকছে গুগল। সম্প্রতি হয়ে যাওয়া আই/ও নির্মাতা সম্মেলনে ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে গুগল। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অন্যান্য পরিকল্পনার কথাও জানিয়েছে গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গুগলের নতুন ফিচারটি প্রথম দেখা গেছে ব্যবহারকারীর জিমেইল ‘ওয়ার্কস্পেস’ অ্যাকাউন্টে। এটি ‘প্রলোভন দেখানো’ ম্যালওয়্যার, ফিশিং বা র্যানসমওয়্যার হিসেবে বিবেচিত লিঙ্ক চিহ্নিত করতে সাহায্য করে। ব্যানার ফিচারটি প্রথম ‘গুগল ডকস’-এ এসেছিল এপ্রিলের শেষে। নতুন এই ফিচার চালু হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারটি চালু হবে।
