সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নারীর শ্লিলতাহানীর অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নারীর শ্লিলতাহানীর অভিযোগ

এইচ এম সাগর, নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৯:৩৮
এইচ এম সাগর, নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৯:৩৮
Link Copied!
জমি দখলের অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাভারে সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকার পাশাপাশি ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় কাউন্সিলের ছেলে রাজীব জমির মালিক ও তার স্ত্রীকে মারধরসহ শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

৩০ আগস্ট বুধবার সকালে সাভারের আনন্দপুর এলাকায় সীমা জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় এ সন্ত্রাসী হামলায় ও মারধরের ঘটনা ঘটেছে।

এঘটনায় ভুক্তভোগী ইভান ইবনে আসাদ বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে যার যার অবস্থানে শান্তিপুর্নভাবে থাকার নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ থেকে জানা যায়, পৌরসভার আনন্দপুর এলাকার মোঃ আরশাদ মিয়ার ছেলে মোঃ ইভান ইবনে আসাদ তার পিতার ৫ শতাংশ জমিতে সেমিপাকা ঘর নির্মান করে গ্যাস, বিদ্যুৎ সংযোগ গ্রহন করে নিয়মিত খাজনা ও পৌরকর পরিশোধ করে দীর্ঘদিন ধরে শান্তিপুর্নভাবে বসবাস করছেন। কিন্তু বেশকিছুদিন ধরে স্থানীয় একটি চক্র ভূয়া কাগজপত্র তৈরী করে জমিটি জোরপূর্বকভাবে দখলের পায়াতারা করে আসছে।

জমিটি নিয়ে আদালতে দেওয়ানী মামলা ২৪২/৩৪ চলমান থাকা সত্বেও বুধবার সকালে স্থানীয় মোঃ রাজীব (৩৫), আয়নাল হক গেদু (৫৮), মোঃ জামাল (৩৫) ও মোঃ বাবুসহ (৩৩) অজ্ঞাত পরিচত ৩-৪ জন নালিশী সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে একটি সাইনবোর্ড স্থাপন করেন। এসময় তাদেরকে বাঁধা প্রদান করলে মোঃ ইভান ইবনে আসাদ (২৯) ও তার স্ত্রী মোসাঃ ফাতেমা জিয়াসমিনকে (২৮) এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে।

একপর্যায়ে হামলাকারী রাজীব ফাতেমা জিয়াসমিনের চুলের মুঠি ধরিয়া মারতে মারতে মাটিতে ফেলে দেয় এবং তার পরিহিত কাপড়চোপড় টানাহেচরা করে শ্লীলতাহানি করে। এঘটনায় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে ইভান ইবনে আসাদকেও মারধর করে জামাকাপড় ছিড়ে ফেলে হামলাকারী রাজীব। এসময় তার ব্যবহৃত একটি স্মার্ট ফোনও ভেঙ্গে ফেলে হামলাকারীরা।

বিজ্ঞাপন

এঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরকারী ভুক্তভেগী ইভান ইবনে আসাদ বলেন, হামলাকারী রাজীবসহ অন্যরা ভূমিদস্যু এবং খারাপ প্রকৃতির লোক। তারা জোর করে আমাদের জমিতে সাইনবোর্ড দিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আজ সকালে তারা আমাকে এবং আমার স্ত্রীকে মারধর করেছে ও শ্লীলতাহানী করেছে। আমি এঘটনায় সঠিক বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে হামলার বিষয়ে জানতে সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদুর মুঠোফোনে কল করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, হামলা চালিয়ে জোরপূর্বক সাইনবোর্ড লাগানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগকারী বাহাদুরকে মারধর করে তার মোবাইল ভেঙ্গে ফেলেছে আয়নাল হক গেদু ও তার লোকজন। এঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবহেলিত উর্মী অধিকার বঞ্চিত ষড়যন্ত্রের শিকার আইন বলছে: পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্র নিহত ঢাকায় সিঙ্গাপুর কনস্যুলেটকে হাইকমিশন করার ঘোষণা বর্তমান প্রেক্ষাপটে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে করণীয় শীর্ষক আলোচনা সভা নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনপূর্ব বাহাউদ্দীন নাসিমের পথসভা রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার শেষ দিন আজ শিক্ষার নামে কিন্ডারগার্টেন জটিলতার শেষ কোথায় ? সম্পন্ন হলো বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে তিন চুক্তি নড়াইল ২ আসনের নির্বাচনী বৈষম্যতা ঘনীভূত রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা রায়পু‌রে ০৩ দিন ব্যা‌পী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনু‌ষ্ঠিত খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল