
সিংড়া পৌর আ’লীগের সভাপতি ডালিম ও সম্পাদক সাজ্জাদ



মোঃ কুরবান আলী, বিশেষ প্রতিনিধিঃ চলনবিল অধ্যুসিত সিংড়া পৌর আ’লীগের ত্রি-বার্ষিক অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শনিবার রাত ৮টায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের উদ্বোধক উপজেলা আ’লীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমান এই কমিটির আংশিক নাম ঘোষণা করেন।
পৌর আ’লীগের কমিটিতে ডালিম আহমেদ সভাপতি, সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক এবং হান্নান আহমেদ হাসান ও কামরুজ্জামান বাবুকে যথাক্রমে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আ’লীগের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী পলক তার বক্তব্যে বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। বাংলাদেশের যা কিছু অর্জন-সবকিছু দিয়েছে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
