সিরাজগঞ্জ সরকারি কলেজে'র আয়োজনে বঙ্গাব্দ ১৪৩০ বর্ষবরণ অনুষ্ঠিত! « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র আয়োজনে বঙ্গাব্দ ১৪৩০ বর্ষবরণ অনুষ্ঠিত!

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৯:৩৭
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৯:৩৭
Link Copied!
সিরাজগঞ্জ সরকারি কলেজে'র আয়োজনে বঙ্গাব্দ ১৪৩০ বর্ষবরণ অনুষ্ঠিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অতীতের সকল অমঙ্গল অশান্তি দুঃখ গ্লানি ভূলে বাংলা নববর্ষ ১৪৩০পহেলা বৈশাখকে বরণ করে নিতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে’র আয়োজনে কলেজ প্রাঙ্গণের বটতলায় বনার্ঢ্য পরিবেশে মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

চিরাচরিত আবহমান বাঙালীর প্রাণের উৎসবে বাঙালির সংস্কৃতি তুলে ধরে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সংগীত নৃত্য কবিতা পাঠ করে অত্রকলেজের সাহিত্য আবৃত্তি ক্লাবের শিক্ষার্থীসদস্য শিল্পীরা ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল ।

বাংলা বর্ষবরণ ১৪৩০বঙ্গাব্দের আয়োজক কমিটির আহ্বায়ক ও অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শরীফ- উদ- সাইদ সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ,গনিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জসিম উদ্দিন সেখ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান টি.. এম. আব্দুল কাদের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক খন্দকার মাহফুজ হক বাংলা বিভাগের শফিকুল ইসলাম তালুকদার, ইংরেজি বিভাগের অধ্যাপক সন্টু কুমার দত্ত, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ,কে,এম, রেজাউল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ইয়াছিন আলী, ইংরেজি বিভাগের অধ্যাপক সঞ্চিতা চৌধুরী, প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতানা সালমা হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা ও রসায়ন বিভাগের প্রভাষক রাসেল বাবু খাজা।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না,যুগ্ন সাধারণ সম্পাদক জীবন সেখ, সাজেদুল ইসলাম, সহ-সভাপতি শিপন আহসান বিজয় হোসেনসহ সকলবিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল নব বর্ষে সকলের মঙ্গল কামনা করেন এবং সুখী সমৃদ্ধ সুন্দর জীবনের জন্য এ নববর্ষে সোনালী আলোয় আলোকিত হয়ে দেশজাতির উন্নয়নে আশাবাদী হয়ে একে অপরের সাথে সৌহার্দ্য পূর্নকুশল বিনিময় করেন।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি পরিবেশন করে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মেহেদী, জাকিরুল, নিহান তুহিন, সৈকত, প্রিন্স রুবাইয়া আলাইসা, মাহিমা জিয়া, সুজিত সুজন প্রমুখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে