
সেরাদের সেরা’২৩ চট্টগ্রাম বিভাগীয় অডিশন সম্পন্ন



রিপোর্ট: আব্দুল্লাহ আল মামুন
“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ” এই স্লোগানে দেশব্যাপী শুরু হয়েছে ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা’২৩। তারই ধারাবাহিকতায় গত ১৩ই অক্টোবর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় অডিশন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) সাবেক নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের নির্বাহী পরিচালক মো. ইস্রাফিল হোসাইন।
অডিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সাবেক সহকারী নির্বাহী পরিচালক ইকবাল হাসান, গীতিকার ও সুরকার মিজানুর রহমান রায়হান, নাট্যকার জাকারিয়া হাবিব পাইলট ও হোসনে মুরাদ তারিফ, আবৃত্তিকার শরীয়তুল্লাহ শরীফ,রাশেদ মোহাম্মদ ও সসাসের সাবেক তিলাওয়াত সম্পাদক হাফেজ আব্দুল্লাহ।
বিভাগীয় অডিশন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। “ক” ও “খ” গ্রুপে প্রতিটি বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিল্পী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
