
স্বপ্ন পূরণে প্রবাসে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু রাউজানের শাহরিয়ারের



স্বপ্ন পূরণ করে ফিরে আসা হলো না মায়ের কোলে। পরিবারকে কাদিয়ে না ফিরার দেশে চলে গেল শাহরিয়ার। একমাত্র ছেলেকে হারিয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠেছে মায়ের মন।ছেলের৷ স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে ধরবেন সংসারের হাল।আর হলো না মায়ের ছেলের স্বপ্ন পূরণ।
এমনি এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি শহরে শনিবার বাংলাদেশ সময় বেলা ৩ টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাউজানের শাহরিয়ার সাদমান (২৩)৷ নিহত শাহরিয়ার চট্টগ্রাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা জানে আলম সংযুক্ত আরব আমিরাতে কাজ করতো।
বাবার হাত ধরে চলতি বছরে৷ প্রবাসে পাড়ি জমিয়েছেন শাহরিয়ার। সেখানে বাবার সাথে যোগ দেন বৈদ্যুতিক ও পানি সঞ্চালনের কাজে।৷ ২ সেপ্টেম্বর শনিবার ও কাজ করতে যান শাহরিয়ার।কিন্তু কে জানতো আজই ছিল বাবার সাথে শেষ কাজ । একটি ভবনের বৈদ্যুতিক সংযোগের সঞ্চালনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান শাহরিয়ার ।
এদিকে ঘটনা শুনার পর থেকে কান্নার আহাজারি পুরোপরিবারে। শোকাচ্ছন্ন রাউজানের নিরামিষপাড়া এলাকা।
এ বিষয়ে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন নিহত শাহরিয়ারের লাশ দেশে আনতে কয়েকদিন সময় লাগবে পরিবার থেকে লাশ আনার পক্রিয়া শুরু হয়েছে
