
স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম ফারুক মজনুর এনপিপিতে যোগদান



রিপোর্ট: মোঃ হাসানুজ্জামান
ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ভাইস চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে বিএনপি’র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম ফারুক মজনু গতকাল ১১ই নভেম্বর, ২০২৩ইং দুপুর ১২টায় ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ৩১/১ শরীফ কমপ্লেক্স (৬ষ্ঠ তলা), পুরানা পল্টন, ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এনপিপিতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, মহাসচিব মোঃ ইদ্রিস চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মোঃ আনিসুর রহমান দেওয়ান, সেলিম মাহমুদ ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুগ্ম মহাসচিব মোঃ এমদাদুল হক রানা, শফিউল আলম রাকু প্রমুখ।
