স্যাটেলাইট নিজেই তুলল সেলফি!


রাস্তার মোড়ে, একটু আলোকসজ্জা দেখলে বা বন্ধু-বান্ধব এক হলেই সেলফি তোলায় মেতে ওঠে বেশিরভাগ মানুষ। সুন্দর মূহুর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার বিষয়টিতে আলাদা একটি মজা আছে। এই সেলফি বা ছবিগুলোই স্মৃতির পাতায় থাকবে দীর্ঘদিন।
তবে এবার সেলফি তোলার বিষয়টি আর মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকল না। সেলফি তোলায় নাম লিখিয়েছে স্বয়ং স্যাটেলাইট! অবাক হচ্ছেন? সঙ্গে মনে প্রশ্নও জাগছে স্যাটেলাইট আবার সেলফি তোলে কিভাবে?। অবাক করার মতোই এই কাজটি করে দেখিয়েছে চীনের তাইওয়ান-১ মার্স অরবিটার স্যাটেলাইট।
চীনের জাতীয় মহাকাশ সংস্থা তাদের মার্স প্রজেক্টের কয়েকটি ছবি প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করা স্যাটেলাইটের নিজের তোলা দুইটি সেলফি।
এই স্যাটেলাইটটি নিজের সেলফি তুলতে সমর্থ হয়েছে মহাকাশে একটি বিশেষ ক্যামেরার মাধ্যমে। ক্যামেরাটি স্যাটেলাইট নিজেই মহাকাশে ছাড়ে। তারপর সেটি স্যাটেলাইটটির সঙ্গে তোলে সেলফি।
চীনের মার্স প্রজেক্টের মধ্যে রয়েছে একটি স্যাটেলাইট ও রোভার। যেটি গত ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহে পৌঁছায়। সেখান থেকে বিভিন্ন তথ্য পাঠায় বিজ্ঞানীদের কাছে।
সূত্র: আরটি নিউজ
