১১ বছর বয়স থেকে পর্ন দেখেন বিলি আইলিশ « বাংলাখবর প্রতিদিন

১১ বছর বয়স থেকে পর্ন দেখেন বিলি আইলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১১
Link Copied!

বর্তমান সংগীত বিশ্বে বিলি আইলিশ নামটি সবার কাছে পরিচিত। একটি গিনেজ রেকর্ড, সাতটি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কারে নিজের প্রাপ্তির ঝুলি ভারি করেছেন এই গায়িকা। তাও মাত্র ২০ বছর বয়সেই! এত কম বয়সে এমন অবিস্মরণীয় সাফল্য বিরলই বটে।

সেই বিলি আইলিশ নাকি পর্ন ভিডিওতে আসক্ত! গুঞ্জন বা গুজব নয়, গায়িকা নিজেই এটা স্বীকার করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলি জানান, তিনি মাত্র ১১ বছর বয়স থেকেই পর্ন দেখা শুরু করেন। এর নেতিবাচক ফলও তাকে ভোগ করতে হচ্ছে মারাত্মকভাবে।

বিলি আইলিশ বলেন, ‘১১ বছর বয়স থেকে প্রচুর পর্ন দেখতাম। আমার অভিজ্ঞতা ঠিক দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর। প্রচুর পর্ন দেখার ফলে আমার মস্তিষ্ক বিধ্বস্ত হয়ে গেছে।’

বিজ্ঞাপন

এ গায়িকার মতে, পর্ন বাস্তবে শারীরিক সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট করে দেয়। অবশ্য অতীতে তার কাছে পর্ন খুব আর্কষণীয় মনে হয়েছিল। প্রতিদিনই ডুবে থাকতেন নীল সিনেমায়। তখন তার মনে হতো, শারীরিক সম্পর্ককে আরও উপভোগ্য করতে এগুলো দেখা উচিত।

অনেক পরে এসে বিলি আইলিশের ভুল ভাঙে। বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি বিষয়টি উপলব্ধি করেন। এরপর ধীরে ধীরে পর্ন আসক্তি কমে আসে তার।

প্রসঙ্গত, বিলি আইলিশ গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৫ সালে। তার প্রথম গান ‘ওশান আইজ’ দিয়ে সবার নজরে আসেন। ২০১৭ সালে প্রকাশ হয় তার প্রথম ইপি (এক্সেন্ডেড প্লে) ‘ডোন্ট স্মাইট অ্যাট মি’। এটি বাণিজ্যিকভাবে সফল হয়। গ্র্যামির ইতিহাসে বিলি হলেন সর্বকনিষ্ঠ গায়িকা, যিনি একসঙ্গে চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
অবরোধ সমর্থনে ছাত্রদল নেতা নাছিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল ০৮ আসনের হেভিওয়েট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন সহিংসতা বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জয়ের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন অনুপম শাজাহান জয় কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা নৌকায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বকুল বিধিভঙ্গের দায়ে সাকিবকে ইসির শোকজ ছাত্রদল নেতা সালাহউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৌকা না পেয়ে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন মো.শফিকুল আলম সিরাজগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা সিরাজগঞ্জ-৫ আসনের আ’লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল বরিশাল-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম মঞ্জুরুল ইসলাম পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিলেন জেলা আ’লীগ সভাপতি আউয়াল নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করা উচিত দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে