
১৮ নভেম্বর ‘শাওলীন অ্যান্ড উডাং কুংফু একাডেমি’ ঢাকা ব্রাঞ্চের বেল্ট টেষ্ট

Link Copied!


আগামী ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত শাওলীন এন্ড উডাং কুংফু একাডেমির ঢাকা ব্রাঞ্চে বেল্ট টেষ্ট অনুষ্ঠিত হবে। বেল্ট পরীক্ষা মূল্যায়ন করবেন হেডকোয়ার্টার হেনারাস, স্পেইন থেকে সরাসরি ভিডিও প্রযুক্তির মাধ্যমে ইন্টারন্যশনাল শাওলীন অ্যান্ড উডাং কুংফু ফেডারেশন এর সভাপতি গ্র্যান্ডমাস্টার সেন্না । প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা ব্রাঞ্চের বহু পরিক্ষার্থী হলুদ, কমলা, সবুজ, লাল ও নীল বেল্টের জন্য পরীক্ষা অংশ নেবেন। শাওলীন এন্ড উডাং কুংফু চর্চার ফলে শারীরিক ব্যায়াম হয়। যার ফলে শরীর-মন উভয়ই সতেজ থাকে। শারীরিক বিভিন্ন ব্যাধিন দূর হয় শরীর সুস্থ-সবল থাকে।
এটি চর্চার মাধ্যমে মন থেকে অপরাধ মূলক চিন্তা ভাবনা দূর হয়।
