
৯ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির গণমিছিল

Link Copied!


বিএনপির এবারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে আবারও গণমিছিল করতে যাচ্ছে । আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ওই দিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।
একই দিনে যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এর আগে, সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।
