কেন্দ্রীয় নেতাদের সাথে ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়

রিপোর্ট: রাঙ্গাবালি প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় যুবলীগের নেতাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম নিখিল ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আল সাইফুল সোহাগের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন যুবলীগের নতুন সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার। জানাগেছে, দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের কার্যক্রম একটি আহবায়ক কমিটির মাধ্যমে চলে আসছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ন এ ইউনিয়নটির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করা জরুরী হয়ে পড়ে। এমতাবস্থায়, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ত্রিবার্ষিক সম্মেলন করা হলেও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে কমিটি প্রকাশ করা সম্ভব হয়নি। সম্প্রতি গত ২রা সেপ্টেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মতিক্রমে, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হুমায়ুন তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞ্বপ্তিতে চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত এ কমিটিতে জাহিদুল ইসলাম রিপন কে সভাপতি, আল আমিন হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম রিপন বলেন, আগামী জাতীয় নির্বাচনে জোড়ালো ভূমিকা রাখার লক্ষ্যে রাঙ্গাবালী উপজেলা নেতৃবৃন্দ অনেক ভেবেচিন্তে একটি শক্তিশালী ও স্বচ্ছ কমিটি এবার চরমোন্তাজে উপহার দিয়েছেন, ফলে ইউনিয়নের সাধারণ কর্মীরাও আমাদের সাদরে গ্রহণ করেছে। তাই ঐক্যবদ্ধ ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বকে শুভেচ্ছা জানানো এবং ভবিষ্যতের সুচিন্তিত দিক নির্দেশনা নিতে আমরা তাদের সাথে সাক্ষাত করেছি। যে লক্ষ্য অ উদ্দ্যেশ্য নিয়ে সংগঠনের পবিত্র দায়িত্ব আমাদের অর্পন করা হয়েছে তা বাস্তবায়নে আমি ও আমার সদস্যরা সর্বদা বদ্ধপরিকর।