STF'র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ! « বাংলাখবর প্রতিদিন

STF’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ!

মোঃ হাসানুজ্জামান মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৯:৫৬ 5167 ভিউ
মোঃ হাসানুজ্জামান মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৯:৫৬ 5167 ভিউ
Link Copied!
STF'র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

Save The Future Foundation (সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন) একটি বৃহৎ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত, পথশিশুদের নিয়ে কাজ করে আসছে। নানাবিধ কর্মসূচির মধ্যে তাদের রমজান মাসে ইফতার বিতরণ কর্মসূচিও অন্যতম।

সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার মহান রমজান উপলক্ষে সারামাস ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন।

তারই অংশ হিসেবে সংগঠনটির অন্যতম বৃহৎ শাখা মিরপুর শাখার উদ্যোগে আজ ১৪ই এপ্রিল মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক মুক্তিযোদ্ধাদের সম্মানে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

ইসিবি ক্যান্টনমেন্ট সংলগ্ন মানিকদী এলাকায় ক্যান্টনমেন্ট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার আবুল হাসেম স্যারের নিজ বাসভবনে আজ এ অনুষ্ঠানের আয়োজন করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ( STF)।

উক্ত অনুষ্ঠানে প্রায় ২০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সেই সাথে অত্র এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত প্রায় ১০০ জন শিশু ও কিছু হতদরিদ্র লোকজনও ছিলো। সবাইকে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম স্যারের বাসায় আমন্ত্রণ জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন STF’র মিরপুর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলো সম্পাদক মোঃ হাসানুজ্জামান, স্থায়ী সদস্য মোঃ নাবিল হুসাইন, মোঃ খায়রুল ইসলামসহ অনেকে। সেই সাথে উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাসেমসহ প্রায় ২০ জন মুক্তিযোদ্ধা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি তুলে ধরেন। সেই সাথে মুক্তিযুদ্ধের সকল সৈনিকের যথাযথ সম্মান আদায়ের ব্যাপারেও তারা সোচ্চার ছিলেন।

একপর্যায়ে STF এমন সুন্দর আয়োজন ও উদ্যোগ গ্রহণ করায় সকলে STF এর ভুয়সী প্রশংসা করেন।

সবশেষ সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদানের পর অত্র এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে? শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত! স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের আলোচনা সভা! রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার! নাটোরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৫ জননেত্রী শেখ হাসিনা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ! রাবির ভর্তি পরীক্ষার্থীদের হয়রানি বন্ধে তিন দফা দাবি! নাটোরে যুবলীগের সভাপতি পদপ্রার্থী জহির শিকদার! নাটোরে গর্ভকালীন সেবা কার্ড আনতে গিয়ে প্রতারণার শিকার শতাধিক নারী! মহাসচিব এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকীর প্রতিবাদে মানববন্ধন জাতীয় সাংবাদিক সংস্থার রাবিতে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার অভিযোগ! প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ! রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন! সাউথ এশিয়া বিজনেজ এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাঃ নূরুল কবির মাসুম রাবিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত! রাবির দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ! রাবি সায়েন্স ক্লাবকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের টেলিস্কোপ উপহার! ১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)